রোদ্দুর রোদ্দুর, ফকফকা রোদ্দুর
জানিনেতো নিয়ে যাবে আমাদের কদ্দুর।
এমন শীতল রোদ দেখিনিতো আগে
যেখানে পশুরা নিরাপদ, মানুষেরা ভাগে।
বাইরে থেকে দেখি নীলাভ আকাশ
অন্তরে থেকে যায় নিত্যই হা হুতাশ।
রোজ রোজ শুনতে পাই হাজার হাজার তত্ত্ব
জানি জানি, মিথ্যে সবই, কতটুকুই বা সত্য।
সর্বত্রই দেখি কেবল ফাঁকি আর ফাঁকা
তত্ত্ব কথার আবর্তে সব সত্য কথা ঢাকা।
সোনার বাংলা গাইতে গিয়ে কেন জানি যাই থমকে
পাশে দাঁড়ানো সমর্থকেরা দিচ্ছে আমায় ধমকে।
পাল্টাতে চায় পতাকা আমার কখনও বা কেউ কেউ
লাফিয়ে ওঠে দেশদ্রোহীসব, তাদের পোষা ফেউ।
তবু অহংকারে আছে আমার একাত্তুরের ইতিহাস
সেই খানেতে থাকি আমি, সেই খানেতে বসবাস
সেটাই আমার পরম পাওয়া, নিত্যদিনের বিশ্বাস
একাত্তরই দিয়ে গেল জীবনের এই আশ্বাস।
১২ই মে ২০২৫, ম্যারিল্যান্ড।
Copyright@ anisahmed