প্রত্যাবর্তন

কাগজের পাতায় পাতায় আজকাল

অথবা ছোট্ট সেই রূপোলী পর্দায়

নিত্যই দেখি সূর্যোদয়ের খবর

জানিনে সে কী কোন সৃজনশীলতা

নাকি কেবলই কৃত্রিম বুদ্ধিমত্তা

যা গ্রাস করেছে আমাদের অসহায় বোধিকে

বিস্ময়ে বিমূঢ় হয়ে থাকি তাই

বিশাল এক মেঘমুক্ত আকাশ যদি পাই!

বসন্ত থেকে গ্রীষ্মের এই যে উত্তরণ

তাতে মুক্ত আকাশ কেবল মিডিয়ার পর্দায়

প্রকৃত প্রকৃতির আকাশে মিথ্যে এক রোদ্দুর

আড়ালে যার মেঘ রয়েছে পুঞ্জ পুঞ্জ।

তবু জ্বালিয়ে রাখি প্রত্যাশার প্রদীপখানি

যাতে দেখা যায় সত্য সুন্দর সেই ইতিহাস

যাকে লুকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে

একদল কিশোর-তরুণ, জেন-জির বটে।

তবু নিঃশ্বাসেই বিশ্বাস আমার জাগবে জেন-জি আবার

একাত্তরেই আছি আমরা, ফিরবে তারাও বার বার।

৯ই এপ্রিল ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

2 thoughts on “প্রত্যাবর্তন

  1. এই লেখাটি প্রকৃতি এবং প্রযুক্তির সাথে মানুষের সম্পর্ক নিয়ে গভীর চিন্তা প্রকাশ করে। লেখক সূর্যোদয় এবং প্রকৃতির বর্ণনা দিয়ে আমাদের চারপাশের পরিবর্তনগুলোর প্রতিফলন ঘটিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে, আমরা কি সত্যিই সৃজনশীল নাকি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রিত। লেখার শেষে তিনি আশাবাদী যে, সত্য ও সৌন্দর্য আবার ফিরে আসবে। আপনি কিভাবে ভাবেন, প্রযুক্তি কি আমাদের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে?

  2. I think this is one of the most significant info for me. And i’m glad reading your article. But want to remark on few general things, The web site style is wonderful, the articles is really nice : D. Good job, cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *