নয়ন নক্ষত্রের কাছাকাছি

নিঃসঙ্গ জীবনের এক বিস্ময়কর অনুসঙ্গ অরণি তুমি
ফিস ফিস করে টুকরো টুকরো কথোপকথন কিয়দংশ
শব্দের পিঠে নিঃশব্দেই চলে শব্দেরই জাল বোনা
তার পর সেই জাল ছিঁড়ে প্রত্যাবর্তন প্রাত্যহিকতায়।

স্বপ্নভঙ্গের বেদনায় বিচলিত যতটা আমি ততটাই বিব্রত
অরণির হাত ধরে হাঁটা হয়নি বহুদূর দিগন্তের কাছাকাছি
যাওয়া হয়নি ঘন ঘাসে আবৃত সেই উপত্যকার কাছে
এমনকী তার চুলের ঢেউয়ে নাও ভাসানো হয়নি কখনই।

ভালোবাসার লালে নীলে মেশানো যে বেগুনিতে বিভোর
সেখানেই ভোর হয় আমার, সান্ধ্য বেদনাও সেখানেই
অরণির উজ্জ্বল চোখে জ্বলে তারার সহস্র আলো
তারই ছায়ায় ঢাকা পড়ে যায় বেদনার বিষন্ন বৃক্ষ

অব্যক্ত ভালোবাসা বন্দী থেকেছে জানালার শার্সিতেই বরাবর
মনের আর্শিতে বাঁধাই করে রাখি এই ইচ্ছেঘুড়ি উড়ালাম আজ
শিস দেওয়া এক দুষ্টু বালকের মতো গলিতে ঘোরা অহর্নিশ
থমকে দাঁড়ানো, অরণি তোমারই কার্নিশের কাছাকাছি অকস্মাৎ ।

তীর ঘেঁষে হেঁটে যাওয়া নয়ন -সাগরে সাঁতার কাটবো বলে
স্বপ্নভেঙ্গে যায় আবারও অরণি, তুমি যখন অকস্মাৎ যাও চলে ।

ম্যারিলান্ড , ৯ই মে , ২০১৬
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *