এসো বৃত্তের বাইরে

বিষন্নতার বৃত্ত বাড়াও জীবনের জ্যামিতিতে
মেঘের আড়ালে লুকাও, আলোর বিন্দুগুলো
বৃত্তের বাইরে বেরিয়ে এসো বলি যতবার
ততবারই শামুকে আবৃত রাখো কোমল সত্বাটুকু।

কষ্টরা সব তোমারই আস্কারায় , মস্করা করে তোমাকেই নিয়ে
তুমিই অথচ পুষে রাখো সময় পেরুনো এক সম্প্রসারিত বেদনা
চোখের জলে সিঞ্চন করো সযত্নে বেদনার একেকটি বৃক্ষ
ডাল-পালা ছড়িয়ে আষ্ঠে-পৃষ্ঠে ওরাই ঘিরে রাখে তোমাকে।

অনেক দিনতো হলো , এবার কেন মুক্ত করো না সুপ্ত তোমার সত্বাকে
জানালার বাইরে বেহায়া পাখিটাতো গেয়েই গেল সঙ্গী সন্ধানী গান
তুমি এক আশ্চর্য নিস্পৃহতায় , নিশ্চুপ শুনে যাও কত কথার কথকতা
তারপর যেন মূক-ময়নার মুখ গুঁজে রাখো নিজেরই নরম ডানার আড়ালে ।

এবার না হয় দুঃখদের দাও বিদায় এক মুঠো চাল তুলে হাতে ওই
প্রদীপ জ্বলুক প্রত্যয়ের আজ, রাতে এবং রাত অবসানে প্রাতে ওই ।

ম্যারিলান্ড , ১লা মে , ২০১৬
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *