প্রতীক্ষার প্রদীপ জ্বেলে বসে থাকি প্রত্যহই
ইচ্ছে করে আনন্দের পেখম মেলি বৃষ্টি নামলেই
চাতকের চিত্ত নিয়ে নিত্যই অপেক্ষা অন্তহীন
বৃষ্টিতো ঝুলে থাকে মেঘ হয়ে নাগালের বাইরে
কিঞ্চিৎ কদাচিৎ বিদ্যুতের অদ্ভূত ঝলকানি
সেইটুকু আশার আলো, বাকিটা বৃষ্টিবিহীন মেঘ ।
আচ্ছা মেঘ হয়েই না হয় থাকলে আমার আকাশে
ইচ্ছে হলে বৃষ্টি হয়ে নামো নিকোনো উঠোনে আমার
না হলে একটু সরে সোনালী আলোকে দাও পথ করে
স্নাত হও ধারা জলে কিংবা সোনা রঙের আলোয়
যেমন স্নান সেরে জল ভেজা চূলে বসো ব্যালকোনি কোণে
তেমনি করেই বসো না এসে এই খাঁ খাঁ খালি মনে ।
আমার বিরহ গান , আজ তোমার মিলনে হোক অবসান
যুগল কন্ঠ হোক একাকার , প্রাণের সাথে মিলুক প্রাণ।
ম্যারিলান্ড , ২রা মে , ২০১৬
Copyright@ anis ahmed
Thank you so much Jesmina Shanta for your excellent comments.:)