শব্দরা অকস্মাৎ বাষ্প হয়ে উড়ে যায় এ দিক সেদিক
উষ্ণতা নয় , হিমেল হাওয়ায় মেলায় সব কথারা ইদানিং
বহুকষ্টে লুকোনো বালিশের তলার শব্দ গোটা কয়েকটি
পুরোনো জীর্ণ নোটের মতোই ঝড়ো বাতাসে ওড়ে
দিশেহারা মন আমার শব্দ-সন্ধানী হয়ে খোঁজে অলিতে-গলিতে
মরচে পড়া অক্ষরগুলো জড়ো করতেই সময় পেরোয় তেপান্তরের মাঠ।
ঘষে-মেজে অক্ষরদের বলি প্রস্তুত হও তোমরা এবার
শান দেওয়া অস্ত্রের মতোই , অস্তিত্বকে করো বিতর্কাতীত
নিপুণ হাতে শীতের সোয়েটার বুনে যাই অক্ষরের ঊল দিয়ে
প্রত্যাশা আমার যদি পা্ও ঊষ্ণতা তুমি , আমিও পাই খানিকটা
শব্দ সন্ধানে , সন্ধ্যা নামে কখনও কখনও মধ্যদিনের আলোতেই
শিউলি কুড়োনোর আশায় আশায় ,আঁজলা থেকে যায় শূন্য প্রায় ।
মাঝে মাঝে অক্ষরেরা বড় বেয়াড়া হয়ে ওঠে, বুনোনে পাই বাধা
রেয়াজ করি বার বার, অসাধ্য থেকে যায় সাধনা, হায় হয় না কন্ঠ সাধা।
৭ই মে ২০১৭
Copyright@ Anis Ahmed