তোমরা এবং আমরা

স্বপ্নের সঙ্গে স্বপ্নের সংঘাত চলে প্রতিনিয়ত আজকাল
বিপ্রতীপ স্বপ্নরা প্রায়শই বৈরিপক্ষ হয়ে পড়ে পরস্পরের
রাজনীতিকদের পোষ মানানো স্বপ্নের সঙ্গে কবির স্বপ্নের দূরত্ব যেমন
তেমনি সাংঘর্ষিক হয়ে পড়ে তোমাদের সংগে আমাদেরও স্বপ্নের ।

তোমরা যখন নিমজ্জিত থাকো চুমুকে চুমুকে রেডওয়াইনের ক্রিস্টাল গ্লাসে
আমরা তখন স্বপ্ন দেখি মাটির ভাঁড়ারে খেজুরের পৌষী রস পানের
তোমাদের স্বপ্নরা হেঁটে বেড়ায় বলিউডের বিস্তৃত বারান্দায় ইতস্তত: যত্রতত্র
আমাদের স্বপ্নরা হাঁটে গোমতির তীর জুড়ে, আকাশ ছোঁয়া কাশ বনের পাশে ।

তোমরা যখন আঁট-শাট পোশাকে থাকো পশ্চিমের একদম কাছাকাছি
আমরা তখন নিতান্তই আটপৌরে বাঙালিয়ানায় খুঁজে পাই আমাকে
তোমাদের স্বপ্ন-বিলাসি মন সুইমিং পুলের নীলাভ জলে জেগে থাকে বরাবর
আমার আনন্দের উৎস বহতা নদীর রূপোলী জলে সাঁতারে সাঁতারে বয়ে যাওয়া।

লিভিং রুমের পাশ ঘেঁষে দেখি তোমাদের বন্দী মাছেরা করে অ্যাকিউরামে হাঁস-ফাঁস
আমরা ভেসে যাই পদ্মার ইলিশ হয়ে উজান থেকে ভাটির পানে , আনন্দ অভিযানে
তোমরা যখন বেইস বলের মাঠে খেলার তুমূল প্রতিদ্বন্দ্বিতায় উচ্ছসিত
খেলোয়াড় মন আমাদের তখন খেলে যায় বাড়ির উঠোনে ডাংগুলি হরদম।

শরতের পাতা ঝরা মৌসুমে তোমরা দেখো রঙিন পাতার অভিসার
আমাদের আঁচলে তখন জবা কুসুম কিংবা শেফালির সমাহার

বিভেদের এ তালিকা বাড়াবো না আর পাছে মিলনের ভূমিতে ধরে আরও ফাটল
প্রাচ্য ও প্রতীচ্যের সভ্যতা হোক সমন্বিত, অসভ্যতা যাক রসাতলে

৫ই অক্টোবর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *