পাদপ্রদীপের অন্তরালে উষ্ণ আলোর মতোই অবস্থান
বাহ্যত কেবল অন্তহীন অন্ধকার
অন্তরে আলোর দীপ শিখার মতোই জ্বলো
এবং জ্বালাও আশ্চর্য এক কোমলতায়।
না এ জ্বলায় জ্বালা নেই, নেই নিঃশেষ হবার আশঙ্কা
বরঞ্চ তোমারই আলোর প্রতিফলনে বাজে বিজয়ের ডঙ্কা।
কখনও দূরে থেকেও থাকো কাছে ,
কখনও কাছে থেকেও যোজন যোজন দূরে ।
চোখে জ্বলে তোমার বুদ্ধির বিস্ময়কর দীপশিখা
এতে পোড়াও কখনও হৃদয়, কখনও করো প্রদীপ্ত।
সেই কোমল আলোয় ভিজে যাই নিত্যই অহরহ
অনুভবে থাকুক মিলনের আনন্দ কিংবা কেবলই বিরহ।
অক্ষরের অক্ষ রেখায় ঘুরি বার বার একই বিন্দুতে
শব্দের দামে কখনও কিনে ফেলি অমূল্য সে হৃদয়
সিঁদকেটে কখনও ঢুকি অন্তরের অন্দরমহলে
আলো -ছায়ায় দেখি , দ্বিধায় বিভক্ত সে মন ।
ললিতকলার লালিমায় লতিয়ে ওঠা ঐ সবুজ মনের বাগান
সেখানেই অকষ্মাৎ বাঁধি সুর, গেয়ে উঠি প্রাণ-ভরা গান।
৭ই সেপ্টেম্বর ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed