তূষারপাত, এবং অতঃপর  



তুষারপাতের এই শুভ্রতায়

বিভ্রান্ত হয়ে যাই বার বার

খুঁজি কেবল অন্তরালের অন্ধকারটা।

আমার এ বাহ্যিক বোকামি দেখে

হাসেন বিদগ্ধ জনেরা কেবল

বলেন, তূষারের শুভ্রতাতো প্রবাদতূল্য

সেখানে আঁধারের খোঁজ কেন !

সকলেই তো আপ্লুত এমন আলো দেখে।  

তুমি কেন এমন উদ্ভটের সন্ধানে মগ্ন।

কি বলবো তাদের বুঝে না পাই

দুঃস্বপ্নতো এক ধরণের স্বপ্নই বটে

দেখি নিদ্রায় কখনও, কখনও বিনিদ্র রজনীতে ।

গ্রীষ্মকালেও দেখি বিস্ময়কর এক তূষারপাত

ধানমন্ডির বত্রিশে এলো আগস্টের হিমেল মূহুর্ত

বঙ্গবন্ধুর ভাস্কর্য হলো টুকরো বরফে ঢাকা।

তেমন তূষারের শুভ্র চেহারা, সেতো বাহ্যিক কেবল

অন্তরালে সেখানে ছিল অনন্ত এক অন্ধকার ।

তবে তুষার যেমন গলবে আবার

ফলবে ফসল সকল ক্ষেতে

অনুভবের আঙিনাতে আসবে জানি উষ্ণতা

ঘরে ঘরে শুনবো আবার মুক্তিযুদ্ধের কথকতা।  

৬ই জানুয়ারি ২০২৫, ম্যারিল্যান্ড

Copyright@ anisahmed

Comments

One thought on “তূষারপাত, এবং অতঃপর  

  1. With every thing that seems to be developing throughout this subject matter, your opinions are actually very exciting. Nonetheless, I beg your pardon, but I can not subscribe to your entire theory, all be it radical none the less. It appears to everyone that your remarks are not completely justified and in fact you are your self not wholly convinced of your argument. In any case I did take pleasure in reading it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *