শিশিরের মতো চুঁয়ে পড়া শব্দরা আজকাল
ছুঁয়ে যায় হৃদ্যিক আঙিনা আমার
যেন “বুড়ি-ছুঁই” খেলা চলে প্রতিনিয়তই
এই দেখি দাঁড়িয়ে আছে মনের ঊষ্ণ উঠোনে
মূহুর্তেই হারায় আবার ধরণীর ধূসরতায়।
টুপটাপ শব্দরা পড়ে টিনের চালে
রোদেলা দুপুরে শুনে ফেলি যদি নূপুরের ধ্বনি
তাই কান ছোঁয়ানো ঠোঁটে ফিস ফিস শুধু
নিঃশ্বাসের উত্তাপেই যেন বিশ্বাসের অঙ্গিকার
প্রেমের পরশে প্রাণে বাজে পুরোনো সেতার।
মাঝে মাঝে তার ছিঁড়ে রক্তাক্ত করে অনুরক্ত হৃদয়
ভক্ত মন তখন দূর্ভোগে দূরারোগ্য হয়ে যায়
দূর্ভিক্ষ তখন সর্বত্রই শব্দের
কালো মেঘের আশ্বাসে বিশ্বাস করিনে আজকাল
শব্দবৃষ্টির অভাবে খরা দেখি ক্ষয়ে যাওয়া মনে
অঝোর ধারে যেটুকু বৃষ্টি নামাও মাঝে মাঝে
সেতো কেবল দৃষ্টিকে করে ঝাপসা গন্ডদেশে নামে প্লাবন ।
আমিতো চাই সেই শব্দগুচ্ছের সমাহারের মালাখানি
যেখানে প্রতিশ্রুতির পুষ্প ফলাবে প্রতিদিন
স্বপ্ন পূরণের সম্পূর্ণ এক সুস্বাদু ফল।
সেই প্রত্যাশায় তীর্থের কাকসম এ প্রাণ জাগে অযুত-কোটি রাত্রি
কবে কখন মিলবে দেখা জানিনে, আজীবন থেকে গেলাম যাত্রি
২৬শে জুন ২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed