তবুও বাঙালিই আমি

প্রসন্ন চিত্তে এখনও করে যাওয়া-আসা

বিষন্নতার মেঘেরা সব

এখনও আতংক ছড়ায় দশ দিগন্ত জুড়ে

কারাবন্দি করার ফন্দি ফিকির;

এখনও দেখি ধার দেয়া কৃপাণ উঁচিয়ে

কতল করতে চায় আমার কৃষ্টিকে

এখনও শুনি হুকুমের হুমকিতে উচ্চকন্ঠ তারা

যারা বার বার ফেরাতে চায় দুষ্টিকে।

দৃষ্টিতো আমার নিবদ্ধ চিরকাল সেই চেতনার দিকে

যা লালন করেছে মুক্তি প্রত্যাশী মন আমার

রক্তের আখরেই দেখি লেখা আছে রবীন্দ্র-নজরুলেরা সব

অভিন্ন এক বাঙালি সংস্কৃতির পাতায়

মুছে ফেলার চেষ্টাতো তারা কম কিছু করেনি কখনও

থেকে যাবে তবু বাঙালিয়ানা মনের এ খাতায়।

 

ম্যারিলান্ড , ১২ই মে, ২০২৪

Copyright@ anis ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *