স্বপ্নেও মাঝে মাঝে স্বচ্ছতা পাই না খুঁজে আদৌ
প্রতিবিম্ব পড়ে না তা প্রাত্যহিক প্রাণের আয়নায়
তবু ভালো লাগে স্বপ্নের আবর্তে আবদ্ধ থাকতে
কোলাজ চিত্রের মতো চিত্তপটে চলে স্বপ্নের চলচ্চিত্র।
চুম্বকের মতো আশ্চর্য আকর্ষণে টানে স্বপ্নরা সব সময়ে
বেদনার বহতা নদী গিয়ে মেশে স্বপ্নদের মোহনায়
তারপর নির্বিঘ্নেই নিমজ্জিত হ্ওয়া স্বপ্নেরই সুবিশাল সাগরে
বাস্তবের বালু কচ কচে চোখে অশ্রুদের অগ্রাহ্য করা প্রতিনিয়ত ।
“স্বপ্নরা বড়ো ধড়িবাজ , ফাঁকিবাজ বড্ড বেশি” –
বলেন বিচক্ষণ বন্ধুরা আমার। পাঁজি ঘেঁটে বলেন সাধু-সন্তরাও
“তোমারই স্বপ্ন ঠকাবে তোমাকে, দেবে না ঠাঁই বাস্তবের বাগানে।”
আমি বলি, স্বপ্নরা থাকুক স্বপ্নেই আমার, মূর্তমান হারাক বিমূর্তেই না হয়।
স্বর্গের স্বপ্ন দেখেই তো মর্ত্যে চলে আসছে তাবৎ মানব কুল
স্বপ্নকে সরাই কেমন করে বলো , যদি থাকেও সেখানে কিঞ্চিৎ ভুল।
১৭ই জুন ,২০১৬, ম্যারিল্যান্ড
Copyright@ anis ahmed