অন্তর্মিল খুঁজে পাইনা বলেই
কবিতা লিখি অন্তমিলে
ভালোবাসার সমুদ্র এখন ক্ষুব্ধ বলেই
শান্তি খুঁজি সুশান্ত ঝিলে।
কথা ছিল চেরিতে চাঁপায় মৈত্রী হবে
গায়ত্রী মন্ত্রে শান্তি পাবো
সে কথা রাখেনি কোথাও কখনো কেউ
কেমন করে তবে শান্তি চাবো ?
ক্ষুব্ধ এ বিশ্বে বড়ই নিঃস্ব হয়ে যাই মাঝে মাঝে
স্নিগ্ধ শান্তির অন্বেষায় কাটে দিবা রাত্রি
লক্ষ্য হয়ত লক্ষ যোজন যোজন দূরে , কে বা তা জানে
থেকে যাই হয়ে শান্তির অভিযাত্রী ।
জীবনের সূর্যটা যখন অস্তাচলের দিকে ক্রমশই এগোয়
তখনও করে যাই শান্তির সন্ধান
জলে ভেজা চোখে দেখি , শত্রুরা সব সক্রিয় আজ
অস্ত্রে দিয়ে চলে ক্রমাগত শান।
অন্তমিলের কবিতায় বুঝি, খুঁজি এক অভিন্ন সুর
মানুষ যেখানে মানুষেরই ভাই
থাকুক সে যতটাই কাছে কিংবা অনেকটা দূর
সর্বক্ষণ মানুষেরই জয় চাই।
Copyright@ Anis Ahmed
April 9, 2019, Maryland