চট করে চেঁচিয়ে উঠলো সমস্বরে
চেরি-চাঁপারা সব , রত হলো চিত্ত সন্ধানে
চাতকের কাছে যেন ঘাতকের ঘা দিয়েই
চাইলো জানতে কেন চায় না চাতক তাদের
কেন সময়ে অসময়ে কেবল বৃষ্টি-বিন্দু চাওয়া
কেন পেয়েও তাদের, অন্য কিছু খুঁজতে যাওয়া !
বাকিটা কিছু বলতেই পারে না পাখিটা আজ
বিষ্টির বিকল্প কীই বা হবে আর চাতকের চিত্তে
কাঙ্খিত এতটাই কী হবে অন্য কিছু অন্যত্র
যে রুক্ষ সত্যটা মেনে নিয়ে , দুঃখেরই গান গা’বে
শুষ্ক বিশ্বে চেরি বা চাঁপারা নয় প্রিয়তর এমন কিছু
যে বৃষ্টিকে ভুলে গিয়ে চাতক চলবে তাদের পিছু পিছু।
চাতকতো চায় না এখন প্রসাধনী কোন পুষ্প-প্রসাদ
সন্ধান তার সেই সাধারণ ভেজা মাটির উষ্ণ উঠোন
যেখানে স্বপ্নরা সব সব্জি হয়ে লতাবে তার হৃদয়ে কেবল
যেখানে যুগান্তরের তৃষ্ণাগুলো মিটবে এসে জলের পরশে
ভিজবে চাতক মনের আনন্দে , ধুম বর্ষার অঝোর ধারায়
পাখায় পাখায় প্রার্থনা পাখির: অনামিক এ সুখ না যেন হারায়।
চাতকের কাছে তাই বৃষ্টির নেই কোন বিকল্প
চাতক-চেরি-চম্পার এই-ই তো ছোট গল্প।
Copyright@ Anis Ahmed
January 22 2019 , Maryland