আমিও তো

এতটাই নোংরা বিশ্বে বসবাস আমাদের
যে “মী টু ” প্রতিধ্বণি শুনি সর্বত্রই আজকাল
এতদিন যাকে নির্মল হ্রদ ও হৃদয় বলে জেনেছি
এখন জানি সেতো ঐ গলির ধারের নর্দমা শুধু
যে নর্দমাকে পাশ কাটিয়ে গেছি ইস্কুলে প্রত্যহই
যে নর্দমারা অহেতুক পিছু নিয়েছে নারীকুলের
তারাই কী এখন ছড়িয়েছে বিশ্বব্যাপী
দারিদ্র রেখাকে অতিক্রম করে পৌঁছেছে অট্টালিকায় ।

আমি তো আজ অভিবাদন জানাই, জানাবো আগামিকালও
সেই মাতা-ভগিনি-কন্যাদের যাঁরা অনাচারের বিপরীতে সোচ্চার
যাঁরা সাহস যোগান নিভৃতচারিনিীদের বেরিয়ে আসতে
আলোকময় সত্যিকার বিশ্বে, নর্দমারা যেখানে নিহত
বইবে যেখানে হৃদয়ের হ্রদ , কেবল ভালোবাসার আহ্বানে।
না, তাঁরা কোন ভোট -প্রার্থি নন, তবু কথা বলছেন নিয়তই
হ্যালোউইনের মুখোশ খসিয়ে দেখছেন প্রতিদিনের দানবদের
খেলাচ্ছলে তো নয় আজ, বেলা বদলের আহ্বানে সোচ্চার।

মসজিদ, মন্দির, গির্জা সর্বত্রই প্রেম নয়, পঙ্কিলতারা প্রাধান্য পায়
প্রার্থনার পরিচালকরাও শুনেছি ডুব দেন সেই নর্দমার জলে
কলুসিত করেন নির্দ্বিধায় যুগপৎ জমজমের পানি এবং গঙ্গার জল
প্রেমহীন যৌনতার এই মৌনতা ভাঙতেই উচ্চকিত তাই মি-টু’র সঙ্গীরা
সমন্বিত স্বরে এই প্রতিবাদ সাহসী করেছে আজ আমাদের
ট্রামে -বাসে নোঙরা স্পর্শ , নিদেন পক্ষে সভ্যতার রেখা অতিক্রান্ত ইঙ্গিত
পয়লা বৈশাখে বস্ত্র হরণের, অস্ত্রধারী দূর্বৃত্তরা সব
চিহ্নিত হোক তাঁদের উচ্চারণে, যাঁরা ভয়কে জয় করেছেন সাহসী বিবরণে।

নরাধম নর্দমারা সব বুজে যাক , নদীরা বয়ে যাক সর্বত্রই সাহসী হৃদয়ে
“আমিওতো” বলে যাঁরা এগিয়ে আসেন , মানবতার জয় হোক তাঁদেরই বিজয়ে।

১১ই নভেম্বর ২০১৮, ম্যারিল্যান্ড
Copyright@Anis Ahmed

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *