টুকরো টুকরো অনুভবেরা

কিছুটা শব্দ
আবার স্তব্ধ
কিছুটা মেঘ
পূর্ণ আবেগ
কিছুটা যোগ
দ্রুতই বিয়োগ
এ ভাবেই কি অভিমানের অভিশাপে পোড়াবে পোড়া এ হৃদয়!

কিছুটা শূন্যতা
আবার পূর্ণতা
কিছুটা ইঙ্গিত
বাকীটা সঙ্গীত
কিছুটা কথা
বাকীটা ব্যথা
এ ভাবেই কি সুক্ষ সুখের স্মিত আনন্দে অবশষে আসবে বিজয় ?

কিছুটা চাওয়া
অল্পই পাওয়া
কিছুটা স্বপন
করেছি বপন
কিছুটা গল্প
শুনেছি অল্প
এ ভাবেই তো আস্থা নিয়ে যাত্রা শুরু তোমার যেমন , তেমনি আমার

কিছুটা কথা
অনেক ব্যথা
কিছুটা আলো
বাকীটা কালো
কিছুটা আশা
বাকিটা কুয়াশা
তার পরই জেনো নীলাভ আকাশ ভাঙ্গবে তালা অন্ধকারের বন্ধ কারার।

ম্যারিলান্ড, ২৮শে এপ্রিল, ২০১৬

Comments